ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সড়কে প্রাণ গেল উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০১:১৩ পিএম
নিহত উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এমরান চৌধুরী। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. এমরান চৌধুরী (৪০) নিহত হয়েছেন। এ সময় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার বাদশার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার ছেলে আরিফ বুড়িপুকুর পাড় এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আরিফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।