ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় প্রাণিসম্পদ দপ্তরে চুরি, কাগজপত্র ও কম্পিউটার সরঞ্জাম উধাও

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কক্ষ ভেঙে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, ল্যাপটপসহ বিভিন্ন অফিস সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমিরঞ্জন বড়ুয়া বলেন, ‘আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। সেখান থেকে খবর পাই অফিসে চুরি হয়েছে। বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার ধারণা, এটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।’

চুরির ঘটনায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার সঠিক তদন্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।