বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস (PIHR)। শুক্রবার (০৫ ডিসেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ওড়ানো ও কেক কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জি এম আই টি ও পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাঈদ কবির।
সারা দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী অংশ নেন। মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা গুণী ব্যক্তিদের সংবর্ধনা, গুরুত্বপূর্ণ আলোচনা সভা, নাচ-গান, শিশু-কিশোরদের ফ্যাশন শোসহ নানা আয়োজন ছিল দর্শকদের জন্য আকর্ষণীয়। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবমুখর ছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
উদ্বোধক জাহিদুল করিম কচি বলেন, ‘পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সুবিধাবঞ্চিত মানুষের পরম বন্ধু হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করতে প্রস্তুত।’
বিশেষ অতিথি সাঈদ কবির বলেন, ‘আমাদের প্রথম পরিচয় মানুষ হিসেবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংগঠনটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনগতভাবে অধিকার আদায়ে বাংলাদেশ পুলিশ সবসময় মানবিক সংগঠনগুলোর পাশে আছে।’
প্রধান অতিথি আবু সুফিয়ান বলেন, ‘অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ে এমন বিপুল মানবাধিকার কর্মীর সমাবেশ এক বিশাল শক্তি। এই সংগঠন আগামী দিনে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
প্রধান বক্তা কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘দীর্ঘদিনের মানবিক কাজের অভিজ্ঞতা থেকেই PIHR প্রতিষ্ঠা করেছি। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। একা সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে বড় স্বপ্ন নিয়ে পথ চলছি। ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকায় ৩৫–৪০টি মানবিক কর্মসূচি সম্পন্ন করেছি।’ তিনি আরও বলেন, ‘সারা দেশে হাজারো মানবাধিকার কর্মী আজ নিঃস্বার্থভাবে কাজ করছেন। সবাই একসঙ্গে মানবিক কাজে এগিয়ে এলে একদিন একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।’

