বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:২০ পিএম

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ভারতীয় রুপা উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:২০ পিএম

ভারতীয় রুপা উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতীয় রুপা উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি-৬। জব্দকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পচুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় রুপা পাচার হবে। 

ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপির কমান্ডার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ৯৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বয়রা মাঠে বিজিবির টহল দল অবস্থান নেয়।

সকাল ৯টার দিকে বিজিবি সদস্যরা একজন ব্যক্তিকে গামছায় কিছু বহন করে বয়রা মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতে দেখে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে সঙ্গে থাকা গামছাটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

টহল দল ধাওয়া করলেও সে ধানখেতের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে যাওয়া গামছাটি জব্দ করলে তার ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। 

জব্দকৃত প্যাকেটগুলো জগন্নাথপুর বিওপিতে এনে ওজন করে দেখা যায়, সেগুলোর মধ্যে মোট ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপার বল রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা।

ঘটনার বিষয়ে নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

Link copied!