‘আমরা হাংকি পাংকি বুঝি না, এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। জনগণ এই বক্তব্য পছন্দ করেনি। আমরা বুঝি ধানের শীষের বিজয়’—এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
তিনি বলেন, ‘চৌদ্দগ্রামবাসী গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের পক্ষে একতাবদ্ধ। আজ হাজার মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা বিজয়ী হব।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো চৌদ্দগ্রামে ফিরে আসেন কামরুল হুদা। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোডাউন করেন। উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন কামরুল হুদা।
দিনব্যাপী প্রায় দুই হাজার মোটরসাইকেল ও শতাধিক গাড়ি নিয়ে তিনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালান। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের ব্যানার-ফেস্টুন হাতে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক।
সারা উপজেলা জুড়ে কামরুল হুদার এই সুবিশাল ও বর্ণাঢ্য শোডাউন চৌদ্দগ্রামবাসীর নজর কাড়ে।
সকাল ১১টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে শোডাউন শুরু হয়ে আমজাদের বাজার, বাতিসা, পদুয়া রাস্তার মাথা, লক্ষীপুর বাজার, আলকরা, কালিয়ারতল বাজার, গুনবতী, চৌধুরী বাজার, জগন্নাথদীঘি, ধোড়করা বাজার, চিওড়া, করপাটি বাজার, কনকাপৈত, মুন্সিরহাট বাজার, কাদৈর বাজার, শুভপুর, কাশিনগর, কলাবাগান বাজার, শ্রীপুর, রাজার বাজার, কালিকাপুর, মিয়া বাজার পাম্প, উজিরপুর, আমানগন্ডা ও ঘোলপাশা ইউনিয়ন ঘুরে সন্ধ্যার পর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এসে প্রচারণা শেষ হয়।


-20251113212106.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন