বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ পিএম

হামজার জোড়া গোলেও জয় পেল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২০ সালের ১৩ নভেম্বরের পর নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। পাঁচ বছর পর আরেকটি জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। হামজা চৌধুরীর জোড়া গোল জয়ের সম্ভাবনা জাগালেও ৯৩তম মিনিটের গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের ২৯ মিনিটে চাপের মধ্যে থাকা নেপাল আচমকাই ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। ডিফেন্ডার সুমিত শ্রেষ্ঠার কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে জটলার ভেতর দিয়ে বল জালে জড়ান রোহিত চাঁদ। পিছিয়ে যায় সাদা জার্সির স্বাগতিকরা।

বিরতির পর প্রথম মিনিটে ডান পাশ থেকে ফাহিমের একটি ক্রস থেকে বল সামনে বাড়ান জামাল ভূঁইয়া। একটা ওভারহেড কিক আর হামজার বাইসাইকেল ম্যাজিকে সমতায় ফেরে বাংলাদেশ। সমতায় ফেরার দুই মিনিট পর নেপালের বক্সে রাকিব হোসেন ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। স্পট কিকে নেপালের কিপার কিরণ কুমারকে ফাঁকি দিয়ে আবারও জালে জড়ায় হামজার শট।

শমিত নেমেছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই, জোড়া গোলের পর হামজার বদলি হয়ে দেশের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। এগিয়ে থেকেই শেষ প্রান্তে পৌঁছায় বাংলাদেশ। তবে যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁয়ে নেপালকে সমতায় ফেরান অনন্ত তামাং। 

কিউবা শমিতকে বেঞ্চে রেখে লড়াই শুরু করে বাংলাদেশ। চার মিনিটের মাথায় কর্নার পেলেও বল পৌঁছায়নি নেপালের গোলমুখ পর্যন্ত। ১০ মিনিটে ফাহিম নেপালের বক্সে ক্রস ফেললেও চেষ্টা করেও হেড নিতে পারেননি সোহেল রানা। ২০ মিনিটে নেওয়া জামালের কর্নার এবারও কাজে লাগেনি। ৬ মিনিট পর গোলের সম্ভাবনা তৈরি হলেও ফাহিম হারান নিয়ন্ত্রণ। 

রূপালী বাংলাদেশ

Link copied!