সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। কেকেআরের কোচিং স্টাফে নতুন এই সংযোজনের সঙ্গে আছেন হেড কোচ অভিষেক নয়র ও মেন্টর ডোয়েন ব্র্যাভো।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কেকেআরের কোচিং স্টাফে আরও একজন নতুন সংযোজন হলেন সাবেক নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সৌদি। কেকেআর গত আইপিএল ২০২৫-এ সপ্তম স্থানে শেষ হওয়ার পর পুরো কোচিং স্টাফই পুনর্গঠিত করা হয়েছে।
ওয়াটসন কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে বলেন, কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। কেকেআরের ভক্তদের উচ্ছ্বাস এবং দলের উৎকর্ষতার প্রতিশ্রুতি আমি সবসময়ই প্রশংসা করেছি।
কোচিং দল এবং খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে কলকাতায় আরও একটি শিরোপা এনে দিতে আমি আগ্রহী।
এটি ওয়াটসনের দ্বিতীয় আইপিএল কোচিং দায়িত্ব। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিংয়ের সহকারী কোচ হিসেবে আইপিএল ২০২২ ও ২০২৩ আসরে কাজ করেছেন। সম্প্রতি তিনি মার্কিন প্রিমিয়ার লিগের (MLC) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হেড কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
ওয়াটসন আইপিএল, বিগ ব্যাশ লিগ (BBL) এবং পাকিস্তান সুপার লিগ (PSL)-এ শিরোপাজয়ী দলের অংশ ছিলেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এছাড়া, ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ওপেনিং ভূমিকায় ছিলেন, ১৫ ইনিংসে ৫৫৫ রান করেছিলেন, যার মধ্যে ফাইনালে একটি শতকও রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন