গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব শুধু হচ্ছে আগামী ১৬ নভেম্বর (১লা অগ্রহায়ণ-১৪৩২ বঙ্গাব্দ) থেকে। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নতুন আমন ধান কাটার পর সেই চাল থেকে প্রস্তুত প্রথম অন্ন দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। এটি বাঙালির কৃষিভিত্তিক জীবনের অন্যতম প্রধান ফসল কাটার উৎসব।
এ উপলক্ষে কুড়িগ্রামের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় নবান্ন উৎসব পালনের উদ্যোগ নিয়েছে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখা।
উৎসবের আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের হাতে কলার পাতায় লেখা নিমন্ত্রণপত্র তুলে দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনে’র জেলা আহ্বায়ক মো. মন্তাজ আলী ও সদস্য সচিব মো. রেজাউল করিম।
কলার পাতায় নিমন্ত্রণপত্র দেওয়ার বিষয়ে সদস্য সচিব মো. রেজাউল করিম বলেন, ‘নবান্ন উৎসবে কলার পাতার একটি ঐতিহ্য রয়েছে। নতুন ধানের চালের ভাত, পায়েস, পিঠা-পুলি ইত্যাদি কলার পাতায় পরিবেশন করা হয়। তাই কলার পাতা নবান্নের আনন্দ ও ঐতিহ্যের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘আমরা সেই ঐতিহ্যকে স্মরণ করেই কলার পাতায় নিমন্ত্রণপত্র লেখার উদ্যোগ নিয়েছি। আশা করি, বাঙালির ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোতেও এ ধরনের নিমন্ত্রণপত্র ব্যবহারের প্রচলন শুরু হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন