ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

শহীদ ওয়াসিম গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন: নাসির

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:৩৩ পিএম
শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল বুধবার। মৃত্যুবার্ষিকীতে ওয়াসিমকে নানা আয়োজনে স্মরণ করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ ওয়াসিম আকরামের পেকুয়ার মেহেরনামা গ্রামে গিয়ে তার কবর জিয়ারত করেন।

পরে বাড়িতে গিয়ে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন। এ সময় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ‘শহীদ ওয়াসিম আকরাম পড়ালেখা করে চাকরি নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে জীবন দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে তার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে কোনো স্মরণ অনুষ্ঠান চোখে পড়েনি। যা অত্যন্ত হতাশাজনক।’

তিনি দাবি করেন, ‘যে স্বপ্ন বুকে ধারণ করে ওয়াসিম মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। আমরা মনে করি, বর্তমান সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে ওয়াসিমকে। যার কারণে সবখানে বৈষম্যের শিকার হচ্ছে শহীদ ওয়াসিম।

অন্যদিকে বুধবার দুপুর ১টা পর্যন্ত ছাত্রদল ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনকে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। চোখে পড়েনি উপজেলা প্রশাসনের কোনো আয়োজনও।