ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:১৪ পিএম
চকরিয়া হারবাং এ কাভার্ডভ্যান-নোহা সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং-এ কাভার্ডভ্যান-নোহা সংঘর্ষে মনছুর আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন নোহা গাড়ির ৪ জন আরোহী। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার হারবাং কলাতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার রফিক আহমদের সন্তান। তিনি চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন। এবং চার সন্তানের জনক ছিলেন।

চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানিয়েছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে একজনের মৃত্যু হয়। গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’