কক্সবাজারের টেকনাফে যৌথ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক ব্যক্তির নাম ওমর ছিদ্দিক। তিনি মিয়ানমারের মংডু এলাকার মো. ওসমানের ছেলে।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এবং ২ বিজিবির যৌথ আভিযানিক দল জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে। এরপর র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।