মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৭:৩২ এএম

সচল এনবিআর, নেতারা বদলি আতঙ্কে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৭:৩২ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। ছবি- সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থার পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর্মবিরতি, উত্তেজনা ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে সোমবার (৩০ জুন) থেকে ফের সচল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব কাস্টম হাউজ ও এনবিআরের শাখা অফিসগুলো। একইসঙ্গে দায়িত্বে ফিরেছেন সব কর্মকর্তা-কর্মচারী।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আশা করছি, ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আর পড়তে হবে না। সবাই যদি আন্তরিকতা ও দক্ষতা নিয়ে কাজ করে, তাহলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি। চূড়ান্ত হিসাব পেতে আরও ২–৩ সপ্তাহ সময় লাগবে বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, চলমান অচলাবস্থার প্রভাব রাজস্ব আদায়ে কিছুটা পড়েছে। গত অর্থবছরে (২০২৩-২৪) রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি বছরের শুরুতে প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

চেয়ারম্যান বলেন, ‘যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন নয়।’

গত দেড় মাস ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিল। সরকার কঠোর অবস্থান নেওয়ার পর রোববার (২৯ জুন) রাতে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। এ ঘোষণার পর সোমবার থেকে এনবিআরের সব দপ্তর ও কাস্টমস স্টেশনগুলো আবারও সচল হয়ে ওঠে।

তবে আন্দোলনকারী নেতাদের মধ্যে এখন বদলির আতঙ্ক বিরাজ করছে। এনবিআরের এক কর্মকর্তা জানান, ‘সবাই ডেস্কে কাজ করছেন, কিন্তু আড়ালে চলছে বদলি নিয়ে আলোচনা।’

দুই দিন অচল থাকার পর চট্টগ্রাম বন্দরেও রপ্তানি-আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। কাস্টম হাউজের কাজ শুরু হওয়ায় পণ্য খালাস ও রপ্তানির প্রক্রিয়া পুরোদমে চলছে।

চট্টগ্রাম কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, রবিবার রাতেই রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম শুরু হয়। সোমবার সকাল থেকে অন্যান্য কাগজপত্র অনুমোদন এবং নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম চালু হয়।

দুই দিনের অচলাবস্থায় কিছুটা জট তৈরি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
 

Shera Lather
Link copied!