কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি মামলার মূল আসামি ফজর আলীর আপন ছোট ভাই।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল তাকে আটক করে। ঘটনার পর থেকে শাহ পরান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘শাহ পরান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড। তাকে নজরদারির মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।’
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘ভিডিও ছাড়িয়ে দেয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব জানিয়েছে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, আলোচিত এ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ফজর আলী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি মামলাটিকে আরও সংবেদনশীল করে তোলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।