কুমিল্লার বুড়িচংয়ে রামপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ওমেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার ছাত্তার ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও স্থানীয় জুতা তৈরির কারখানা ‘জিহান ফুটওয়্যার’-এ কর্মরত জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে ফাতেমা আক্তার মিশু (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই নিহতদের স্বামী মীর হোসেন (রাজমিস্ত্রী) ভোরবেলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক আবুল খায়ের বলেন, ‘গত ১২ জুলাই মীর হোসেন ও তার স্ত্রী জাহেদা আমার বাসায় ভাড়া ওঠেন। আজ মঙ্গলবার ভোররাতে জিহান ফুটওয়্যারের ফোরম্যান ইব্রাহিম ফোন করে জানায়, তাদের বাসায় জাহেদা মারা গেছেন এবং মীর যেন পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক করেন। এরপর ছাদে উঠে দেখি মীর লাফ দিয়ে পালাচ্ছেন। ঘরে গিয়ে দেখি মা-মেয়ের নিথর দেহ পড়ে আছে।’
তিনি আরও জানান, ‘মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষের আলামত পাওয়া গেছে।’
প্রতিবেশী আব্দুল্লাহ সরকার বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কখনো কোনো বিরোধ চোখে পড়েনি। তবে হঠাৎ এমন মৃত্যু আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
ঘটনার বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও জানায়, ঘটনার পর থেকে স্বামী মীর হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 
                            -20250729121118.webp) 
                                    -20250729114327.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন