ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অভাব ও ঋণের চাপে কুমিল্লায় মা-মেয়ের বিষপান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৯:৪৬ পিএম
বিষপান করা মা ও মেয়েকে ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে  অভাব, এনজিও ঋণের চাপ এবং দীর্ঘদিনের অসুস্থতার কারণে মা ও মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নমিতা রাণি পাল (৪২) এবং তার মেয়ে তন্বী রাণি পাল (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নমিতা রাণি পালের স্বামী জীবন চন্দ্র পাল। তাদের তিন মেয়ে ছিল, যার মধ্যে দুজনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী পড়াশোনা করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা রাণি, যিনি দেবপুর স্পিনিং মিলের কর্মচারী ছিলেন।

তবে গত দুই মাস ধরে অসুস্থতার কারণে তিনি কাজে যেতে পারছিলেন না। এর ফলে সংসারের আয় বন্ধ হয়ে যায় এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে ওঠে। পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় তারা মানসিক চাপে ছিলেন।

বুধবার সকালে মা ও মেয়ে দুজনেই বিষপান করেন। প্রতিবেশীরা তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রধান বলেন, ‘খবর পেয়ে বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি।’

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, পরিবারটি দীর্ঘদিন ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ এবং অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।