ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

কেরাণীগঞ্জে ডিবির পৃথক অভিযানে গ্রেপ্তার ৭

কেরাণীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:৪০ পিএম
প্রতীকী ছবি।

ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানা ও কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল প্রকল্পের চণ্ডীতলা কালীমন্দির এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রুবেল ওরফে পিচ্চি রুবেল (২৫), মোঃ বাবু (২৩), ইসমাঈল হোসেন (২০), হৃদয় ওরফে আলামিন সর্দার (২৪) ও আশিক (২৫)।

তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছুরি, একটি লোহার হাতুড়ি ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

একই দিন রাতে কেরাণীগঞ্জ মডেল থানার আওতাধীন খোলামোড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. বিপ্লব (২৮) এবং আরশিনগর এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মো. রাব্বি মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।