ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১০ এএম
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি- সংগৃহীত

ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধামরাইয়ের পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নামই মনির হোসেন। তারা হলেন, ধামরাইয়ের দেপাশাই কারাবিল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে পিকআপ চালক মনির হোসেন (৩৫) ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাদ্যভর্তি একটি পিকআপ ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফিরছিলেন চালক মনির হোসেনসহ চারজন। 

পিকআপটি কান্দাপটল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মনির হোসেন ও তার সহযোগী মনির হোসেন নিহত হন। আহত হন আরও দুজন। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাতেই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।