ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ট্রাক বিকলে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৮ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চেকপোস্ট গেটের বিকল হওয়া ট্রাকটি। ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চেকপোস্ট গেটের সামনে আমদানিকৃত চালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় স্থবির হয়ে গেছে বন্দর কার্যক্রম।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ট্রাকটি মাঝপথে আটকে থাকায় আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলি সীমান্ত চেকপোস্টের বিজিবি পোস্টের ঠিক সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। এতে সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে। ভারতীয় ট্রাকগুলোও বন্দরের প্রবেশমুখে আটকে আছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘বিকল হওয়া গাড়িটি দ্রুত সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেকানিক এনে মেরামতের কাজ চলছে। গাড়িটি সরানো হলে অল্প সময়ের মধ্যেই বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।’