ফেনীর ফুলগাজীতে চাচার বিয়ের অনুষ্ঠানে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মজুমদারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাজেদুল ইসলাম। সে একই ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী নূরুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির চাচা ওমর ফারুকের বিয়ে উপলক্ষে সোমবার রাতে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোকসজ্জার একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।
তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার এসআই যশমন্ত মজুমদার বলেন, স্বজনরা শিশুর মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।