ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৪:৫৬ পিএম
প্রতীকী ছবি।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের চাচা-ভাতিজাসহ ৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

তিনি জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল গিয়ে নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।