ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

গোবিন্দগঞ্জে হাত পায়ে শিকল ও বেরি লাগানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৫:১৫ পিএম
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতে পায়ে লোহার শিকল ও বেরি লাগানো অবস্থায় পায়েল মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত পায়েল মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে। 

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে নিজ ঘরে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়।

এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পায়েলের সুরুতহাল করে। এসময় পায়েলের দুই হাতে ও পায়ে শিকল বেরি লাগানো ছিল। এ বিষয়ে পুলিশ তার পরিবারকে জিজ্ঞেস করলে, তার পরিবার জানায় পায়েল মাদকাসক্ত থাকায় এলাকায় মাঝে মধ্যে চুরি সহ প্রতিবেশীর ছোট খাট ক্ষতিসাধন করত। এ সব থেকে রক্ষা করতে তার হাত পায়ে শিকলের বেরি লাগানো হয়েছিল।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ‘পায়েলের পরিবার তার আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারন উদ্ধারের জন্য তার মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’