গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে । বুধবার (৫ মার্চ) রাত ৯টা ৪৩ মিনিট আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
দুই ঘণ্টার আগুনে ১০টি ঝুট গুদাম ও তিনটি দোকান ঘর পুড়ে গেছে বলে তিনি জানান।
মোহাম্মদ মামুন জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
তিনি বলেন, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো নিখোঁজের খবরও নেই। তবে আমরা অগ্নি ঘটনাস্থলে খোঁজ করব। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন