গাজীপুরে বরিশাল একতা ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ক্লাবের নিজস্ব অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল একতা ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, মো. শাজাহান স্বপন, মিজানুর রহমান সাগর, মো. সবুজ হোসেন, জসিম মৃর্ধা, শামীম সিকদার, নাজিমুদ্দিন মাসুদ, আব্দুর রশিদ মিয়া, সাদেক হোসেন রোমান, মাসুদ রানা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কয়েক শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে কেউ নিহত বা অসুস্থ হওয়ায় তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
আপনার মতামত লিখুন :