ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া হলো না মাসুদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:২৭ পিএম
নিহত মাসুদ রানা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে দুই মেয়েকে মোটরসাইকেলে করে উল্টো পথে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা মাসুদ রানা নিহত হন। একই ঘটনায় সঙ্গে থাকা দুই মেয়ে শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জামতলা এলাকার প্রয়াত বোরহান উদ্দিনের একমাত্র ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আইয়ুব আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নিজের দুই মেয়েকে মাওনা চৌরাস্তা এলাকার একটি স্কুলে নিয়ে যাওয়ার পথে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়েন মাসুদ রানা এবং আরোহী দুই মেয়ে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা দুই মেয়ে শিশু গুরুতর আহত হয়। আহত দুই মেয়ে শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আইয়ুব আলী জানান, এ ঘটনায় চালককে আটক করে কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।