গাজীপুর মহানগরের জয়দেবপুরে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই আনোয়ার হোসেন নামে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ফুটপাত থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় এই হামলার শিকার হন তিনি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জয়দেবপুর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাহাপাড়া ও জয়দেবপুর রেলগেট এলাকার ফুটপাত দখল করে নিয়মিত চাঁদা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হয় চাঁদাবাজরা।
একপর্যায়ে প্রকাশ্য রাস্তায় তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা ইট দিয়ে তার পা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার সময় ঘটনাস্থলের খুব কাছেই পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। তবে তারা শুরুতে কোনো হস্তক্ষেপ করেননি।
পরে মারধরের পর পুলিশের একটি দল আনোয়ারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘আহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সাংবাদিক আনোয়ার হোসেনের সহকর্মীরা দাবি করেছেন, এটি কোনো একক ঘটনা নয়, বরং সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ রোধ করার ধারাবাহিক প্রচেষ্টা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে, গাজীপুরের চাঁদাবাজির বিরুদ্ধে বিকেলে লাইভ করায় আজ রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি কাজ করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তুহিন।
এ দুটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে
আপনার মতামত লিখুন :