গাজীপুরের জয়দেবপুরে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জয়দেবপুর থানার কাইজানুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার করের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নি.) মো. সাহিন শেখ, এসআই আলমগীর হোসেন, এসআই সুজন রঞ্জন তালুকদার, এসআই মেরাজুল ইসলাম, এএসআই রেজানুর ইসলাম তরফদার, এএসআই আবু সায়েম সরকার এবং কনস্টেবল সফিকুল ইসলাম ও নয়ন হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাইজানুল গ্রামের ফিলহাল নামের এক ব্যক্তির বাড়ির উত্তর পাশে কয়েকজন ব্যক্তি তাস ও টাকায় জুয়া খেলছেন। খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে নয়জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. সাগর হোসেন (৪৩), আজিজুল হক (৪০), মফিজুল ইসলাম (৫১), কামাল হাসান (৩০), হেলাল উদ্দিন (৫০), কমল রায় (৪৫), নুরুল ইসলাম (৬৫), মোস্তফা (৩৫) ও আবুল কালাম (৪৩)।
এদের মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং বাকিরা বিভিন্ন জেলা থেকে কাইজানুল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানস্থল থেকে ৫২টি তাস ও মোট ৩৮ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে ছিল এক হাজার টাকার ৩০টি, পাঁচশ টাকার ৮টি, দুই শ টাকার ১০টি, একশ টাকার ১৬টি, পঞ্চাশ টাকার ১১টি ও বিশ টাকার ২৭টি নোট।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। স্থানীয়ভাবে যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুয়া বা মাদক-সংক্রান্ত কোনো অবৈধ কর্মকাণ্ডে পুলিশ শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। এলাকাকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন