ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১০ পিএম
কালিয়াকৈর রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চাপাইর এলাকার আবির হোসেনের স্ত্রী খাদিজা আক্তারের (২৫) প্রসব বেদনা শুরু হয়। পরে তার স্বামী রাত ৮টার সময় কালিয়াকৈর রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।

সেখানে চিকিৎসকরা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করে। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে মীমাংসার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সোমবার দুপুরে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

এ বিষয়ে রুমাইছা জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, ‘বিষয়টি শুনেছি, ওই হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’