জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওয়াপদারহাট এলাকায় বরিশাল-গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সড়ক অবরোধের প্রস্তুতি নিতে থাকেন। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছ কেটে ফেলে এবং পুরোনো কাঠ ও বাঁশ বিছিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
স্লোগানে শোনা যায়—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’ ইত্যাদি।
গত ৫ আগস্টের পর আজই প্রকাশ্যে এত নেতাকর্মী রাস্তায় নামলেন। বেলা ১১টার পর থেকে বরিশালের গৌরনদী-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় টহলে থাকলেও একপর্যায়ে তারাও দূরত্ব বজায় রেখে অবস্থান নেন।
আপনার মতামত লিখুন :