ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০১:১৬ পিএম
কোটালীপাড়া থানা। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে পড়ে মালিহা পাইক নামে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মালিহা পাইক কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ী গ্রামের বায়জিদ পাইকের মেয়ে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু মালিহা বাড়ির সামনের উঠানে খেলছিল, এ সময় সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মালিহার মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।