ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সাংবাদিক তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকীতে কবর জিয়ারত

সিলেট ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১১:২২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ তুরাবের জন্মস্থান সিলেটের বিয়ানীবাজারে তার কবর জিয়ারত করা হয়। 

পরে আয়োজিত দোয়া মাহফিলে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা শহীদের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইমজার সহ-সাধারণ সম্পাদক রানা মজুমদার বাপ্পী, প্রচার সম্পাদক আজহার উদ্দিন শিমুল, সাংবাদিক নেতা শেখ আশরাফুল আলম নাসির, মাহমুদ হোসেন, দুলাল হোসেন প্রমুখ।

তুরাবের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার বড় ভাই আবু আজরফ জাবুর।

তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটি শহীদ এটিএম তুরাবের স্মরণে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ১৮ জুলাই কবর জিয়ারত ও দোয়া মাহফিল, ১৯ জুলাই সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশ এবং ২০ জুলাই প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনের সময় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ফটো সাংবাদিক এটিএম তুরাব। তিনি দৈনিক জালালাবাদ পত্রিকার ফটো সাংবাদিক এবং বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ছিলেন।