ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

‘পিআর পদ্ধতিতে নির্বাচন একটি অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৯:১৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন একটি অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। এ পদ্ধতি জনগণ বোঝে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, যারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান, তারা বিভ্রান্তির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দিতে চায়। জনগণ এসব বোঝে না। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এমন প্রশ্ন এখন ঘুরছে।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে। কেউ যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।

বিএনপির এ নেতা দাবি করেন, একটি মহল আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ইতোমধ্যে ঘটেছে তার দাফন হয়েছে দিল্লিতে।

সালাহউদ্দিন বলেন, জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ না হলে এর দায় বর্তাবে ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের ওপর।

তিনি গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, আমরা আশা করিনি ফ্যাসিবাদী শক্তি কোথাও গণঅভ্যুত্থানকে আক্রমণ করার সাহস পাবে। কিন্তু দুঃখজনকভাবে সেটিই ঘটেছে।

এনসিপির উদ্দেশে বলেন, আপনারা রাজনীতির মাঠে আরও অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন। ভবিষ্যতে আপনারা জাতীয় নেতৃত্বে আসবেন, সেই আশা করি। তবে আপনাদের কর্মসূচির ধরনে মনে হচ্ছে, ঘোলা পরিবেশ তৈরি করে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চান।

সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা নেই? ধানের শীষ মার্কাটি তো ১৯৭৮ সালের আগে থেকেই নির্বাচনী তপশিলে আছে। তাহলে প্রশ্ন কেন?

তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে ইতিহাস জেনে বলা উচিত।

তিনি বলেন, আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু আজ দেশে চলছে মবক্রেসির রাজত্ব। কেন এমন হচ্ছে? কারণ সরকার ব্যর্থ, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ সব রাজনৈতিক শক্তিকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অফিসিয়াল বার্তা দিন। স্বচ্ছ, অবাধ ও আন্তর্জাতিক মানের নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, যারা সুপরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত বা বানচাল করতে চায়, তাদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।