‘ব্রেন টিউমারে থেমে গেল মেঘলার স্বপ্ন’ শিরোনামে গত ৯ জুলাই রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর মেঘলার পাশে দাঁড়িয়েছে ‘জি-জেড ফোর্স যুব সংঘ ও ঘাগড়া স্পোর্টিং ক্লাব’ নামের দুটি সংগঠন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সংগঠনের প্রতিনিধিরা মেঘলার বাবা-মায়ের হাতে নগদ ৩৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা তুলে দেন।
মেঘলার মা গীতা রানী বর্মন বলেন, ‘দুটি সংগঠন আমাদের যে সহযোগিতা আজ দিয়ে গেল, আমি সারাজীবন মনে রাখব। আমি তাদের জন্য দোয়া করি এবং আমার মেয়ের জন্য দোয়া চাই সবার কাছে।’
জি-জেড ফোর্সের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রাসেল বলেন, ‘রূপালী বাংলাদেশসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমরা দেখতে পাই। পরবর্তীকালে ক্লাবের সবার সহযোগিতায় একটি ফান্ড সংগ্রহ করি এবং মেঘলার বাড়িতে এসে সেটি তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করি। আমাদের সংগঠনের পক্ষে ১৭৩০০ ও ঘাগড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে ১৭ হাজার ৭০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আমাদের এ ধরনের কার্যক্রম চলবে।’
এ সময় উপস্থিত ছিলেন জি-জেড ফোর্সের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান সোহেল, সহকারী কোষাধ্যক্ষ শামীম মিয়া, দপ্তর সম্পাদক আরিফ খান, ঘাগড়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি মো. মামুন, ফয়সাল প্রমুখ।
কেউ চাইলে মেঘলার চিকিৎসা সহায়তায় বিকাশ করতে পারেন এই নম্বরে ০১৪০২-৬৬৮৪০৭ (নারায়ণ চন্দ্র বর্মন)।
উল্লেখ্য, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র বর্মন ও গীতা রানী বর্মন দম্পতির ছোট মেয়ে মেঘলা। স্থানীয় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বছর কয়েক পূর্বে স্কুলের সহপাঠীর সঙ্গে দুষ্টুমির সময় মাথায় আঘাত লাগে মেঘলার। তখন থেকে প্রায়ই মাথা ব্যথা করত। পরে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তাতেও কোনোকিছু ধরা পড়েনি। সর্বশেষ একমাস পূর্বে আবারও ময়মনসিংহ গিয়ে ডাক্তার দেখান ও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন ব্রেন টিউমার হয়েছে।