ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সরিষাবাড়ীতে হেরোইনসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:০৮ পিএম
গ্রেপ্তার শিপন মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ ১৯টি মাদক সংশ্লিষ্ট মামলার পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিপন মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানান, শিপন একজন আন্তঃজেলা মাদক কারবারি। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি রাশেদুল।