জামালপুর সদর উপজেলার লক্ষীরচরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ আগস্ট) ভোররাতে লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুরে এ ঘটনা ঘটে ৷
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় চুরি করতে ঢোকে। এ সময় স্থানীয়রা চুরির বিষয়টি টের পেয়ে চোর সন্দেহে তাদের তিনজনকে ধাওয়া করেন। এতে সঙ্গে থাকা দুজন পালিয়ে যান এবং অজ্ঞাত ওই যুবক স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ সময় আটককৃত ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে মৃত্যু হয় তার।
গ্রামবাসীর অভিযোগ, অজ্ঞাত ওই যুবকসহ তিনজন মোবাইল ফোন চুরি করতে গ্রামের কয়েকটি বাড়িতে ঢুকেছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া দিলে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, চোর সন্দেহে এক যুবককে আটক করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে তাকে। মারধরের আঘাতে রবিবার সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়।
বারুয়ামারি তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহত যুবকের হাঁটুর নিচে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মকবুল হোসেন জানান, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআইকে জানানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’