শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ কর্মসূচি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।
রোববার (১২ অক্টোবর) ভোর থেকে ময়মনসিংহ থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হালুয়াঘাট ও পূর্বধলা অভিমুখী সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে ময়মনসিংহ বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের এক কর্মচারী জানান, আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের ঘোষণার পর, ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ রুটে সবধরনের বাস বন্ধ ঘোষণা করা হয়। ফলে ভোর থেকেই কোনো বাস ছেড়ে যায়নি।
ময়মনসিংহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম বলেন, ময়মনসিংহ আন্তঃজেলায় সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিআরটিসির কয়েকটি বাস ফুলপুর, নান্দাইল ও নেত্রকোনা পর্যন্ত চলছে।
গত শুক্রবার রাতে হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে একাধিকবার দুঃখপ্রকাশ করলেও ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর পর্যন্ত তারা দোষীদের বিচার ও শহীদ সাগর হত্যা মামলার আসামি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যান।
জুলাইযোদ্ধা আবু রায়হান, মাসুদ রানা, মোজাম্মেল হক ও মোকাররম আদনান প্রমুখ দাবি জানান, ‘(গাড়ি নং ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫০) গাড়ির স্টাফ কর্তৃক জুলাইযোদ্ধাকে আহত করার প্রতিবাদে, ফ্যাসিস্ট সরকারের দোসর ও জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধ এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’
পরে বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো বাস চলেনি, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আংশিকভাবে বাস চলাচল শুরু হয়। তবে সমঝোতা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলবে না। এই আশ্বাসের ভিত্তিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপি নেতাকর্মীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
তবে এর পরপরই ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।