ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

যশোরে ছেলের ধাওয়ায় অসুস্থ হয়ে বাবার মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৯:৩৩ পিএম
যশোর কোতোয়ালি থানা। ছবি-সংগৃহীত

যশোরে ছেলের ধাওয়ায় অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় এ ঘটনা ঘটে। 

আব্দুর রহমান মোল্যাপাড়ার মৃত মোহাম্মদ আলী ফারাজীর ছেলে।

স্থানীয়রা জানান, মুন্না ফারাজী মাদকাসক্ত যুবক। সোমবার দুপুরে নেশা করার জন্য বৃদ্ধ বাবা আব্দুর রহমান ফারাজীর কাছে ১০০ টাকা দাবি করেন। বাবা টাকা দিতে পারবেন না জানালে তিনি ক্ষুব্ধ হন। মুন্না তাকে গালিগালাজ করার পর মারতে উদ্যত হলে দৌড় দেন।

তারা জানান, ছেলের ধাওয়া খেয়ে এলাকার জাহাঙ্গীর নামে একজনের বাড়ির সামনে গিয়ে আব্দুর রহমান ফারাজী অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, ‘দৌড়ানোর সময় ভয়ে ও মানসিক চাপে হার্ট অ্যাটাকে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ‘১০০ টাকার জন্য নেশাখোর মুন্না তার বাবা আব্দুর রহমান ফারাজীকে ধাওয়া দিলে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। পরিবারের সদস্যরা মুন্নাকে পুলিশে সোপর্দ করেন। রাতে ভাইয়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’