ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী বলেছেন, “আমরা সবাই ইসলামের সৈন্য। মুসলমান হিসেবে কবরে যেতে চাই। এবার যে সুযোগ এসেছে, তার সদ্ব্যবহার করব।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আকরাম আলী বলেন, “অন্যায়, অত্যাচার, দুরাচার, ঘুষ–সুদ ও চাঁদাবাজি বিদায় দিয়ে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোটে হাত দিতে চাইলে তার হাতের কব্জি কেটে দেওয়া হবে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয় চাই।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। পরিচালনা করেন মো. এজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দিন প্রমুখ।


