ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কিছু দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১১:১৩ এএম
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা সন্ত্রাসবাদ করবে, যারা নিজেদের দলের নমিনেশন না পেয়ে দলের কর্মীকে হত্যা করবে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাট করবে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফটিকছড়ি-ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন যদি নির্বাচিত হয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আমরা তার প্রত্যাশাকে প্রত্যাখ্যান করব। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা জনগণের নিকট ওয়াদাবদ্ধ থাকবে এটাই আমরা চাই।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন জানান, নির্বাচিত হলে ফটিকছড়িতে ১৭টি অগ্রাধিকার কাজ করা হবে।

এর মধ্যে রয়েছে- ফটিকছড়ি ও ভূজপুরে দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ, উত্তর-দক্ষিণে দুটি ফায়ার স্টেশন স্থাপন, নতুন হাসপাতাল নির্মাণ, শিক্ষা উন্নয়ন, প্রায় এক হাজার কিলোমিটার সড়ক-সেতু উন্নয়ন, নতুন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও গ্যাস সরবরাহ সম্প্রসারণ।

এছাড়া ২১টি বাজার আধুনিকায়ন, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, শিল্পাঞ্চল স্থাপন, পর্যটন উন্নয়ন, চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষিত নির্বাচন সামনে এসেছে। দেশের প্রবাসী ভোটারদের শুভেচ্ছা জানাই। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

বিভিন্ন সময়ের রাজনৈতিক দমন-পীড়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, দেশের গণমানুষের পক্ষে কাজ করছে জামায়াতে ইসলামীর তরুণ কর্মীরা। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠায় পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।

সমাবেশে বাংলাদেশের অতিরিক্ত সচিব (অব) গোলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখার সভাপতি মোহাম্মদ আলি, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত হোসেন, এবং উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন—উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর শাখার আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, নায়েবে আমির এডভোকেট ইমলামইল গনি, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, আব্দুর রহিম, রেজাউল করিম, সাইরান কাদের।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন আমিরী, শ্রমিক নেতা গাজী বেলাল উদ্দিন, যুব নেতা নবীর হোসেন মাসুদ প্রমুখ।