যশোরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে পালক ছেলে শেখ শামসকে (২২) আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) শহরের মণিহারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম খালেদা খানম রুমি (৫৫)। তিনি ওই এলাকার মৃত শেখ শাহজাহানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিহারের ফলপট্টির শামস মার্কেটের দ্বিতীয় তলায় খালেদা খানম বসবাস করেন। তার কোনো সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে শামসকে দত্তক নিয়ে লালনপালন করেন।
শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান। পরে আবার দুপুরে ডাকাডাকি করেন। ভেতর থেকে কেউ দরজা না খোলায় দোকানিরা ৯৯৯-এ কল দেন। পরে স্থানীয় ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে শামস দরজা খোলেন। এসময় পুলিশ ও দোকানিরা খালেদার খোঁজ নিলে বাড়িতে নেই বলে জানিয়ে দেয়।
পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করেন শামস। এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে শুক্রবার রাত ১টার দিকে খালেদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেন। খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলেও শামস পুলিশকে জানান। পরে খালেদার স্বজনের উপস্থিতিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। কী কারণে এ হত্যা করেছে সেটা তদন্ত চলছে। ছেলেটি আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলছে।’
আপনার মতামত লিখুন :