ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১২:২২ এএম
ফেরত আসা ৬ বাংলাদেশি । ছবি- সংগৃহীত

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। তারা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গার বেলমারা এলাকার বাসিন্দা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মাশিলা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- মৃত ইনছার আলীর ছেলে সামছুদ্দিন (৫৮), তার ছেলে আলম হোসেন (৩৭) ও পুত্রবধূ রুবি খাতুন (৩৫)। আলম হোসেনের তিন সন্তান গুলসান খাতুন (১৮), গুলছানা খাতুন (১৫) ও কেইফ আলম (১৪)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা ভারতের হরিয়ানা রাজ্যের অনিতাথ এলাকায় বসবাস করছিলেন। সেখানেই আলম হোসেনের তিন সন্তানের জন্ম হয়। সম্প্রতি হরিয়ানায় বসবাস অনুপযোগী হয়ে পড়ায় তারা বিনা পাসপোর্টে নিজ দেশে ফেরার পরিকল্পনা করেন এবং পশ্চিমবঙ্গের বয়রা সীমান্তে পৌঁছালে বিএসএফের হাতে ধরা পড়েন।

পরে বিএসএফ মাশিলা ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের হস্তান্তর করে। বিজিবি দুপুরে ছয়জনকেই চৌগাছা থানায় হস্তান্তর করে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ফেরত আসা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা আসলেই ছয়জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।