ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রেমিকার সামনে যুবকের গলা কেটে আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:১৭ পিএম
হাবিবুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক যুবক গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কায়েমকোলা বাজারের সলুয়া মোড়ে এ ঘটনা ঘটে।

আহতের নাম হাবিবুর রহমান (২০)। তিনি চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান ওরফে মন্টুর ছেলে।

হাবিবুরের বন্ধু শাহজালাল জানান, চৌগাছার পাশাপোল গ্রামের মৃত সুজাউদ্দৌলাহর মেয়ে জ্যোতির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন হাবিবুর। তবে সম্প্রতি তাদের মধ্যে মান-অভিমান চলছিল।

রোববার রাতে তারা কায়েমকোলা বাজার এলাকায় দেখা করলে হাবিবুর জ্যোতিকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু জ্যোতি জানান, চাকরি না পেলে তার পরিবার এ সম্পর্ক মেনে নেবে না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুর নিজের পকেটে থাকা ছুরি বের করে গলায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল বলেন, ‘হাবিবুর রহমানের গলা অনেকটাই কেটে গেছে। আঘাত আরেকটু গভীর হলে শ্বাসনালী কেটে গিয়ে জীবনসংকট তৈরি হতে পারত।’