রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:২৯ পিএম

ঝালকাঠিতে পরীক্ষা চলাকালে পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:২৯ পিএম

মাদ্রাসা ভবনের খসে পড়া পলেস্তারা। ছবি- সংগৃহীত

মাদ্রাসা ভবনের খসে পড়া পলেস্তারা। ছবি- সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, চলমান নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হঠাৎ ভবনের ছাদ থেকে পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এতে কক্ষে থাকা ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়।

দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে নিরাপদ একটি কক্ষে স্থানান্তর করা হয় এবং সেখানেই পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজ নিতে অনেক অভিভাবক ছুটে আসেন মাদ্রাসায়। তারা ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য সংশ্লিষ্টদের অবহেলা দায়ী করেন।

জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিনকক্ষবিশিষ্ট একতলা ভবনটিই দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদে ফাটল দেখা দিয়েছে, পিলারগুলো দুর্বল হয়ে গেছে এবং পলেস্তারা খসে পড়ছে নিয়মিত।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, ‘বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনের অবস্থা জানানো হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের সুপারিশ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবন মেরামত এবং নতুন একাডেমিক ভবনের দাবি জানাচ্ছি।’

ঘটনার বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

Shera Lather
Link copied!