আকাশ যেন ক্ষোভে ফেটে পড়তে যাচ্ছে—মেঘে মেঘে বারুদ জমেছে। দেশের তিন বিভাগে ভারি বর্ষণ হানার সম্ভবনা রয়েছে, আর আবহাওয়া অধিদপ্তর সতর্ক করছে এই ঝড়ো বর্ষণের প্রকোপ আরও বাড়বে। উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বন্যার আশঙ্কা, ভূমিধসের শঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কেউ। আরেকটি ভয়াবহ জলদুস্যুর মৌসুম কি এগিয়ে আসছে?
থেমে থেমে বৃষ্টির মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৯ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, ‘উল্লেখিত তিন বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হবে। অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম ও এলাকাভিত্তিক।’
তিনি আরও বলেন, ‘২০ ও ২১ জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়বে। এরপর ২৪ জুলাইয়ের দিকে বৃষ্টির কেন্দ্র দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর দিকে সরে যেতে পারে।’
আবহাওয়ার অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে নিম্নচাপে রূপ নিয়েছে।
এছাড়া মৌসুমী বায়ুর অক্ষের বিস্তার রাজস্থান, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিশালী অবস্থানে রয়েছে।
এর প্রভাবে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী ও বরিশালে অনেক জায়গায় এবং খুলনার কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে ৮৮ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ৪৮, সাতক্ষীরায় ৪৭ এবং শ্রীমঙ্গলে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।