ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

এমন বৃষ্টি আর কতদিন থাকবে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৫:০৫ পিএম
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী। পুরোনো ছবি।

কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দিনের শুরুতে রোদের দেখা মিললেও কিছুক্ষণ পরই আকাশ মেঘ করে বৃষ্টি ঝরতে শুরু করে, যা চলে দিনভর। 

সারাদিনের এমন বৃষ্টি আগামী ২৪ ঘণ্টাও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। 

আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপরদিকে আগামী পাঁচদিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে  সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরের দিন শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝাান ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।