সম্প্রতি মুক্তি পেয়েছে নাটক ‘খোয়াবনামা’। মুক্তির পরপরই নাটকটি দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নাটকের কাহিনি ও নির্মাণশৈলীর পাশাপাশি অভিনয়শিল্পীদের দক্ষ পারফরম্যান্স দর্শকদের মন ছুঁয়েছে।
মুক্তির আগেই নাটকটি আলোচনায় আসে। বিশেষ করে অভিনেতা তৌসিফ মাহবুবের কবরের দৃশ্যের বিহাইন্ড দ্য সিন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নাটকটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।
নাটকটি প্রকাশের পর বাংলা নাটকের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক পেজে দর্শকরা ইতিবাচক রিভিউ দিতে শুরু করেন। কেউ কেউ এটিকে সম্প্রতি অন্যতম সেরা নাটক হিসেবে উল্লেখ করেছেন।
দর্শকদের মতে, ‘খোয়াবনামা’ শুধু কাহিনি নয়, উপস্থাপনা ও আবেগের দিক থেকেও একটি ভিন্ন স্বাদের নাটক। ফলে মুক্তির আগে যেমন ভাইরাল হয়েছিল, মুক্তির পরও একইভাবে প্রশংসার জোয়ারে ভাসছে নাটকটি।
আলোচিত নাটক ‘খোয়াবনামা’ পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। থ্রিলার ও অতিপ্রাকৃততার সংমিশ্রণে ভিন্নমাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটক।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী তানজিন তিশা। এ ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু প্রমুখ।
তৌসিফ মাহবুব নিজেও দৃশ্যটিকে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
তার ভাষায়, ‘৩০ মিনিট যেন ৩০ বছরের মতো মনে হয়েছিল।’ নাটকটি প্রকাশিত হয়েছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।