ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াত নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিবাদে সমাবেশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হত্যা মামলা দিয়ে কাজরিবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীকে হেনস্থা করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ  জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার আমীর অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা জাময়াতের সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানা নায়েবে আমীর ফকির আহম্মেদ মাষ্টার, কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আমিরুল ইসলাম,মহেশপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আক্তারুজ্জামান , থানা নায়েবে আমীর  আব্দুল ওহেদ ,কোটচাঁদপুর পৌর আমীর মাওলানা আব্দুল কাইয়ুম,মহেশপুর পৌর আমীর মাওলানা লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হানিফ ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হোক এটা আমরা চায়। কিন্তু যারা এর সাথে জড়িত নেই তাদেরকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ ৯জনের মামলা প্রত্যহারের দাবী জানান। তিনি আরো জানান মামলা প্রত্যাহার না হলে আরো কঠিন কর্মসুচি দেব আমরা।