ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতের কোনো একসময় তাকে সাপে কামড় দেয়। পরদিন শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অপু শৈলকুপা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন অপু। গভীর রাতে ঘুমের মধ্যে তার হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। সাপে কাটা বুঝতে পেরে অপু তার বাবাকে জানান। তখন পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান ঝাড়ফুঁকের জন্য।
কিন্তু ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ও শৈলকুপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।