ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেনার দায়ে বিক্রি করা সেই নবজাতক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৬:২২ পিএম
বিক্রি হওয়া সেই শিশুটি। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে দেনার দায়ে মাত্র ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া সদ্য প্রসূত এক ছেলে নবজাতককে অবশেষে উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, দেনার দায়ে সদ্য প্রসূত ছেলে সন্তানকে ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশের পর পুলিশ অভিযান শুরু করে।

তিনি জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল নম্বর ট্র্যাক করে শিশুটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে তার মা সুমাইয়া খাতুনের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মা সুমাইয়া খাতুন ও তার নবজাতক। চিকিৎসক ডা. সুজায়েত জানিয়েছেন, নবজাতক ও তার মা দুজনেই বর্তমানে সুস্থ আছেন।

গত ১ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপার মোড় এলাকার পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করে শিশুটি। পরবর্তীতে পরিবারিক দেনার দায়ে মা সুমাইয়া খাতুন নবজাতককে ৬৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে এবং পুলিশ নবজাতক উদ্ধারে তৎপর হয়।