ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আজ 'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান এই পক্ষ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন। এছাড়া ইউনিয়ন সচিব, প্রান্তিক পর্যায়ের মহিলা উদ্যোক্তা এবং এনজিওকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচকরা নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সুরক্ষা এবং সহিংসতা ঘটলে করণীয় বিষয়ে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা সবাইকে পরিবার, সমাজ ও প্রশাসনের সাথে একত্রে কাজ করার আহ্বান জানান, যাতে নারী ও কন্যাদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা যায়।

পরে এই বিষয়ে একটি বিশাল র‌্যালি শৈলকুপা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।