জয়পুরহাটের পাঁচবিবিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ওবাইদুল ইসলাম (৫০) নামের একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল মালিদহ গ্রামের ছহিরদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার ছইমুদ্দিনের সঙ্গে ওবায়দুরের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এ অবস্থায়েআজ শুক্রবার দুপুরে ছইমুদ্দিনসহ ১০/১৫ জন লোক ওবাইদুরের বাড়িতে এসে তাকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় ওবায়দুর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোহাম্মদ তুহিন রেজা৷ পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন